আগরতলা, ৮ ডিসেম্বর: আগামীদিনেও রাজ্যবাসীর সমস্যা সামধানে নিরলস প্রয়াস চালিয়ে যাব। আজ আগরতলা পুর নিগমের নয়া পরিষদের দুই বছর পূর্তিতে একথা বলেন মেয়র দীপক মজুমদার। তিনি আজ সকালে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন।
এদিন তিনি পূজা অর্চনা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামীদিনেও রাজ্যবাসীর সমস্যা সামধানে একান্ত প্রয়াস চালিয়ে যাব।পাশাপাশি মায়ের কাছে রাজ্যবাসী সুখ সমৃদ্ধি কামনা করেন তিনি।
আগরতলা পুর নিগমের নয়া পরিষদের দুই বছর পূর্তিতে উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডাঃ) মানিক সাহা প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাছাড়া, এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।