কোচবিহার, ৮ ডিসেম্বর (হি.স.): ভর দুপুরে কোচবিহারের রাসমেলায় অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে রাসমেলা মাঠে রাইডের একটি তাঁবু থেকে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। মেলা চত্বরেই দমকলের ক্যাম্প রয়েছে। সেখান থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় সেই ইঞ্জিন। আগুন নেভান দমকলকর্মীরা। তবুও ওই ক্যাম্পের মধ্যে থাকা সমস্ত সামগ্রী পুড়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
ঘটনাস্থলে থাকা ওই তাঁবুর এক কর্মী রাকিব হোসেন বলেন, ‘এখানে একটি বিদ্যুতের বোর্ড রয়েছে। সেখান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে।’ আবার আরেক কর্মী মনোরঞ্জন মুন্ডা বলেন, ‘এখানে রান্না করা হচ্ছিল। গ্যাসের পাইপ খুলে যায়। সেখান থেকেই আগুন লেগে যায়।’ যদিও কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকল।
রাসমেলায় কয়েক হাজার দোকানপাট বসেছে। প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয় এই মেলায়। এখানে এধরণের অগ্নিকাণ্ডের জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।