আগরতলা-আখাউড়া রেল সংযোগ : আগরতলা স্টেশন পর্যন্ত সিগন্যালিং-র কাজ শুরু

আগরতলা, ৮ ডিসেম্বর : বাংলাদেশের সাথে রেল সংযোগ এখন শুধুই কিছু সময়ের অপেক্ষা। বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে সফলতার সাথে গত ৩০ অক্টোবর এসে পৌছেছিল নিশ্চিন্তপুর স্টেশনে। এখন আগরতলা স্টেশন পর্যন্ত ট্রেন পৌছে দেওয়ার কাজ জোরকদমে চলছে। আজ থেকে আগরতলা স্টেশন পর্যন্ত সিগন্যালিং-র কাজ শুরু হয়েছে। তিন দিন ওই সিগন্যালিং-র কাজ চলবে বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে। 

প্রসঙ্গত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গত ৩০ অক্টোবর আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথে পা বাড়িয়েছিল আগরতলা-আখাউড়া রেল প্রকল্প। বহু প্রতীক্ষিত এই প্রকল্প চূড়ান্ত পর্যায়ে এসে পৌছেছে। তাই ওইদিন বাংলাদেশের গঙ্গাসাগর স্টেশন থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত পরীক্ষামূলক পণ্যবাহী ট্রেন চলেছে। চারটি বগি নিয়ে ওই ট্রেন সেদিন সাড়ে বারটায় ভারত-বাংলা সীমান্তে এসে পৌছেছিল। গঙ্গাসাগর স্টেশন থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত ওই ট্রেন ৮.১ কিমি পথ অতিক্রম করেছে। উৎসাহী বহু স্থানীয় মানুষ সীমান্তে এবং নিশ্চিন্তপুর স্টেশনে দাড়িয়ে ওই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থেকেছেন।

২০১০ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন হয়েছিল। কিন্তু, মাঝে সারা বিশ্বে করোনার প্রকোপের প্রভাব ওই প্রকল্পেও পড়েছে। করোনার জেরে রেল লাইন নির্মাণ কাজে বিলম্ব হয়েছে।

ওই প্রকল্পের মোট দৈর্ঘ্য ১২.২৪ কিমি। তাতে, ভারতের অংশে ৫.৪৬ কিমি এবং বাংলাদেশের অংশে ৬.৭৮ কিমি রেলপথ রয়েছে। ভারত থেকে রওয়ানা দিলে বাংলাদেশে প্রথম গঙ্গাসাগর স্টেশন ছুবে। আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে ভারতের অংশে ৮৬২.৫ কোটি টাকা খরচ হয়েছে। প্রকল্পের কাজ সম্পূর্ণভাবে সমাপ্ত হতে খরচ আরও কিছুটা বাড়বে। দুই দেশের প্রধানমন্ত্রী গত ১ নভেম্বর ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 

আজ থেকে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে আগরতলা স্টেশন পর্যন্ত সিগন্যালিং-র কাজ শুরু হয়েছে। ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে ওই কাজ। ফলে, রাজ্যে রেল পরিষেবা সামান্য বিঘ্নিত হয়েছে। এই তিনদিন আগরতলা-সাব্রুম রুটে দুইটি ডেমু ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া, আগরতলা-ধর্মনগর রুটে ডেমু ট্রেন এই তিনদিন জিরানিয়া স্টেশন পর্যন্ত চলাচল করবে।