কানপুর, ৭ ডিসেম্বর (হি. স.) : চলন্ত ট্রেনে পুলিশ আধিকারিককে গুলি করে খুনের ঘটনায় ২৭ বছর পর ফারুখাবাদের প্রাক্তন বিএসপি নেতা অনুপম দুবেকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এই মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকার জরিমানা ধার্য করেছে আদালত।
ডিজিসি ক্রিমিনাল দিলীপ কুমার অবস্থি বলেন, ১৯৯৬ সালের ১৪ মে ইন্সপেক্টর রাম নিবাস যাদবকে আনোয়ারগঞ্জ স্টেশনে চলন্ত ট্রেনে গুলি করে হত্যা করা হয়েছিল। ফারুখাবাদের প্রাক্তন বিএসপি নেতা অনুপম দুবে, তার চাচা কৌশল দুবে এবং নেম কুমার ওরফে বিলাইয়ার বিরুদ্ধে ট্রেনের গার্ড আর কে বাজপেইয়ের তরফ থেকে একটি খুনের মামলা দায়ের করা হয়েছিল। এরপর থেকে মামলা চলছিল। এরপর বৃহস্পতিবার আদালত এ রায় দেন।