বালুরঘাট, ৬ ডিসেম্বর (হি.স. ) : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পাগলিগঞ্জের আটইর এলাকায় বাংলাদেশে পাচারের আগে ১২টি ভিনরাজ্যের গোরু উদ্ধার। বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ১৩৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। অমূল্য বিশ্বাস ও খোকন বর্মনের বাড়ি থেকে ১২টি গোরু উদ্ধার হয়। গোরুগুলির বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ। উদ্ধার হওয়া গোরুগুলি কিশনগঞ্জে পাঠানো হবে। উদ্ধার হওয়া গোরুগুলি বাংলাদেশের পাচারের জন্যই নিয়ে আসা হয়েছিল বলেই প্রাথমিক অনুমান বিএসএফের। এই চক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে তার খতিয়ে দেখছে বিএসএফ।
এবিষয়ে বিএসএফের ১৩৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুখবীর ধানগড় বলেন, ‘সীমান্তে যেকোনও ধরনের চোরাচালান বন্ধে সদা তৎপর বিএসএফ। মূলত ডিসেম্বর ও জানুয়ারি মাসে সীমান্ত এলাকায় রাতে অতিরিক্ত কুয়াশার কারণে বেড়া নেই এমন এলাকায় চোরাচালানের ঘটনা বেড়ে যায়। এদিন গোপন সূত্রে অভিযান চালিয়ে ১২টি হরিয়ানার প্রজাতির গোরু উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

