মুর্শিদাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.): মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বল্লারপুর স্টেশনের কাছে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার গভীর রাতে মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই লরি। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে যায় লরিটি। এরপরই ট্র্যাকে আটকে পড়ে সেটি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস। ট্রাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি। দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। লরির যন্ত্রাংশ ভেঙে আটকে যায় রেললাইনে। এরপরই আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। রেলের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার পর থেকেই লরির চালক পলাতক। এর জেরে আটকে পড়ে কলকাতা থেকে আগরতলাগামী আপ ০২৫০১, আপ হাওড়া-কাটিহার এক্সপ্রেস। রেল সূত্রের খবর, কলকাতা- রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। সোমবার রাত ১.২৫ নাগাদ ফরাক্কার বল্লালপুরের ব্রিজ নিচে রেললাইনে উপর একটি বালি বোঝায় লরি চলে আসায় ট্রেনের চালক হঠাৎ ব্রেক কষেন। সেই সময় ট্রেনটি ধাক্কা মারে বালি বোঝায় লরিটিকে। হঠাৎ ব্রেক কষতেই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। রেল লাইন থেকে ইঞ্জিনের কোচটির চাকা চ্যুত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল দফতরের একাধিক আধিকারিক, রেল পুলিশ ও ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাঁদের কারও আঘাত গুরুতর নয় বলে জানা গিয়েছে।
2023-12-04