নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ ডিসেম্বর : রবিবার প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। তেলিয়ামুড়া টাউন হলের মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুর পরিষদের পুরপিতা রূপক সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন সহ পুরপিতা মধুসূদন রায় ,বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা ,পশ্চিম জেলা প্রতিবন্ধী পুনর্বাসন আধিকারিক ড :দীপ্তি বিকাশ রায় সহ অন্যান্য।উদ্বোধক হিসাবে বক্তব্য রাখতে গিয়ে পুর পিতা বলেন দিব্যাঙ্গনরা আমাদের মতোই মানুষ তাই তাদের প্রতিও সকলের যেন আরও বেশি যত্নশীল হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত দিব্যাঙ্গন দের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সবশেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।