কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : “কিছু জনভিত্তি হারিয়ে ফেলা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যে ঘৃণা, বিভাজন, সাম্প্রদায়িক রাজনীতির যে আবহ তৈরি করতে চেয়েছিল তার বিপক্ষে রায় দিয়েছে মানুষ। তিনরাজ্যে বিজেপির জয়জয়কারের প্রবণতা সামনে আসতেই ভোট নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে একথা বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।
সামনের বছর লোকসভা ভোট । তার আগে রবিবার দেশের চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা চলছে। ফলাফল অনুযায়ী, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি এগিয়ে রয়েছে । তিনরাজ্যে বিজেপির জয়জয়কারের প্রবণতা সামনে আসতেই ভোট নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। সেখানেই মোদীর-শাহের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি বিরোধী আইএনডিআই জোটেরও তুলোধনা করলেন। স্পষ্ট বললেন, “কিছু জনভিত্তি হারিয়ে ফেলা জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল যে ঘৃণা, বিভাজন, সাম্প্রদায়িক রাজনীতির যে আবহ তৈরি করতে চেয়েছিল তার বিপক্ষে রায় দিয়েছে মানুষ। এই রায় ভারতের পক্ষে, নরেন্দ্র মোদীর সাফল্যের পক্ষে, ভারতীয় অর্থনীতির স্থিতিশীলতার পক্ষে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে, ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে।”
দলের দেশজোড়া সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেও রাজ্য সরকারের তুলোধনা করতে ভুললেন না শমীক। প্রশ্ন তোলেন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। কড়া সমালোচনা করে শমীক বলেন, “আমাদের রাজ্যে সেখানে আমরা আছি, সেখানে গণতন্ত্র কার্যত বাজেয়াপ্ত, সেখানে মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়, সেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়া হয়, সেখানে স্পিকার সরাসরি দল ভাঙানোর খেলায় অংশগ্রহণ, সেখানে সাংবিধানিক প্রধান বারবার কদর্য ভাষায় আক্রমণের স্বীকার হন, রাজ্যের প্রাকৃতিক সম্পদ পুলিশের উপস্থিতিতে লুঠ করা হয়।”
শমীকের দাবি শীঘ্রই এসবের বিরুদ্ধে গর্জে উঠবে বাংলার মানুষ। বলেন, “আজ গোটা ভারতবর্ষের মানুষ যে রায় দিয়েছেন আমাদের বিশ্বাস এ রাজ্যেও আগামী নির্বাচনে তার প্রতিফলন দেখতে পাওয়া যাবে। এই নির্বাচনে অনেকে সেমিফাইনাল বলছিলেন। ফলাফল বলে দিচ্ছে ফাইনাল কেমন হবে। কালের দেওয়ালে লেখা হয়ে গিয়েছে ২০২৪ সালের ১৫ আগস্ট জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী।”

