BRAKING NEWS

অমর্যাদা ও অসম্মানের প্রতিবাদে শনিবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : তফসিলি জাতি ও উপজাতি বিধায়কদের অমর্যাদা ও অসম্মান করেছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। এই অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে শনিবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল তৃণমূল।

তিন ধরে বিধানসভায় বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না দিয়েছেন তৃণমূল বিধায়করা। রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রতিবাদে ওই ধর্নায় একদিন সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার পর ওই ধর্না থেকেই থালা বাজিয়ে স্লোগান উঠেছে, ‘মোদী-অমিত দুটোই চোর’।

শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা আম্বেদকর মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুতে নেমে পড়েন। সেই সঙ্গে বলেন, ‘চোরেরা বসে’ ওই স্থান অপবিত্র করেছে। তাই গঙ্গাজল দিয়ে ধুতে হচ্ছে। দেখা যায়, মাথায় কলসি নিয়ে শুভেন্দু গঙ্গা জল ঢালছেন। তারপর গামছা দিয়ে মুছছেন।

আম্বেদকর মূর্তির পাদদেশে বসে ধর্না দিয়েছিলেন বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডির মতো বিজেপির বিধায়ক মন্ত্রীরা। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুরা গঙ্গাজল দিয়ে মূর্তির পাদদেশ ধুয়ে আসলে বীরবাহাদের অসম্মান করেছেন। তারই প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল-বিজেপির এই তরজা আগামী দিনে আরও বাড়তে পারে। কারণ, লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় ভাবে প্রতিষ্ঠান বিরোধিতার সুযোগ নিতে চায় বিজেপি। তারা চায় শুধু কেন্দ্রের সরকারের বিষয়আশয় নয় রাজ্য সরকারের কয়েক জন মন্ত্রী বা নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও ভোটে প্রচারের বিষয় হোক। শাসক দলকে চোর প্রতিপন্ন করতে চাইছেন বিরোধী দলনেতা।

সেই কৌশল বুঝে পাল্টা শুভেন্দুবাবুর বিরুদ্ধে নারদ কাণ্ডের অভিযোগ তুলে ধরছে তৃণমূল। সেই সঙ্গে কেন্দ্রের বঞ্চনাকে রাজনৈতিক হাতিয়ার করছে। এই পরিস্থিতিকে অবশ্য পারস্পরিক বোঝাপড়া হিসেবেই দেখাতে চাইছে বাম-কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। তাঁদের দাবি, বিজেপিকে রাজনৈতিক পরিসর ছাড়তে চাইছে তৃণমূল। তৃণমূল-বিজেপি বাইনারি যাতে বজায় থাকে তাই কিছু না কিছু অভিযোগ তুলে খেলায় সমতা রাখতে চাইছে।

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে বিজেপির ১২ জন বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবার তৃণমূল নতুন অভিযোগ এনে আঘাত হানতে চাইছে বিজেপি-কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *