BRAKING NEWS

আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে আবার সিবিআই তদন্তের আর্জি খারিজ

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.): আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে আবার সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা এ বিষয়ে আনিসের পরিবারের পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন।

এর আগে হাওড়ার আমতার বাসিন্দা আনিসের মৃত্যুর নিয়ে বিচারপতি মান্থা রাজ্য পুলিশের সিটকে ওই তদন্ত করতে বলেছিলেন। কিন্তু পুলিশের তদন্তে অখুশি মৃতের পরিবার। চার্জশিটের একাধিক বিষয় নিয়ে তারা আপত্তি জানিয়েছিল। সিবিআই তদন্ত এবং বিচারপর্ব বন্ধ রাখার জন্য আবার আদালতের দ্বারস্থ হয়েছিল মৃত আনিসের পরিবার।

শুক্রবার বিচারপতি মান্থা বলেন, ‘‘তখন আমি সিবিআই তদন্তের নির্দেশ দিইনি। আমার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে আপনারা ডিভিশন বেঞ্চে গিয়েছেন। এখন আবার আমার কাছেই কেন এই আর্জি। মামলাটি ডিভিশন বেঞ্চে রয়েছে তাই সেখানেই ওই আর্জি জানান। এখন আমি এই মামলাটি শুনতে পারি না।’’

আবেদনকারী পক্ষের আইনজীবী তখন আর্জি জানান, আগামী ১২ ডিসেম্বর থেকে রাজ্য পুলিশের সিআইডির পেশ করা চার্জশিটের ভিত্তিতে আনিস মৃত্যু মামলার বিচারপর্ব শুরু হবে। সেই ট্রায়ালের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু বিচারপতি মান্থা জানান, সেটাও তাঁর পক্ষে সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *