BRAKING NEWS

মন্ত্রী রতন লাল নাথের বক্তব্যের নিন্দা জানিয়ে কড়া ভাষায় আক্রমণ কংগ্রেস সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর : তথ্য জালিয়াতির মাধ্যমে এবং মিথ্যা তথ্য পরিবেশন করে মন্ত্রী রতনলাল নাথের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এমনভাবেই কড়া ভাষায় মন্ত্রীর তীব্র নিন্দা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
 দলের রাজ্য সভাপতি আশিস সাহা তার দেওয়া বিবৃতিতে উল্লেখ করেন, “প্রদেশ কংগ্রেস আশা করেছিল এক পিতার সন্তান বিক্রির ঘটনা সরকারিভাবে স্বীকৃতি পাওয়ার পর একজন বরিষ্ঠ মন্ত্রী ও বিজেপি নেতা হিসাবে, রতনবাবু হয়তো তার দেওয়া রেগার মিথ্যা তথ্য এবং সন্তান বিক্রির ঘটনার অস্বীকারের বিবৃতি ক্ষমা চেয়ে প্রত্যাহার করে নেবেন।” কিন্তু তা না করে তিনি আবারো  করে বিভ্রান্তি সৃষ্টিকরার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস সভাপতি।

আশীষ সাহা আরো বলেন, এখন অব্দি রেগার কর্মদিবস গড়ে ৩৭ দিন এবং তা সরকারি পোর্টালে দেওয়া তথ্য। তাই সে বিষয়ে আলোচনার পথে হাঁটেন নি মন্ত্রী।  শুধু মুঙ্গিয়াকামি ব্লক এর তথ্য তুলে ধরলেন রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে। মন্ত্রী রতন লাল নাথ কি শুধু মুঙ্গিয়াকামি ব্লক এর গ্রামোন্নয়ন মন্ত্রী নাকি সারা রাজ্যের মন্ত্রী তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন সভাপতি আশিস সাহা।

 আশীষ সাহা বলেন, সাংবাদিক সম্মেলনে তার মিথ্যা তথ্য পেশ করা এবং পরবর্তী সময়ে তার এই মিথ্যা হাতেনাতে ধরা পরার পরও একজন  মন্ত্রী হিসাবে তিনি তার মন্তব্য প্রত্যাহার করলেন না যা খুবই লজ্জাজনক এবং রহস্যজনকও।

 এই রাজ্যের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে ও বিজ্ঞাপনি চমক দিয়ে আর বোকা বানাতে পারবে না বিজেপি বলে কংগ্রেসের নেওয়া বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *