বীরভূম, ২৭ নভেম্বর, (হি.স.): লোকসভা নির্বাচনের আগে ফের চরম সময়সীমার তত্ব হাজির করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার বীরভূম নেতাদের নিয়ে নতুন সময়সীমা প্রকাশ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়কের।
সোমবার বীরভূম জেলায় ২৯ নভেম্বরের শাহি সভার প্রচার সারছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখকে কটাক্ষ করে একাধিক বক্তব্য রাখতে দেখা যায় বিরোধী দলনেতাকে। তিনি বলেন, ‘এখানে একজন ভাইপো আছে। এখনকার ছোট ভাইপো। তিনি বালি খান। পাথর খান।’ রাতের অন্ধকারে বীরভূম জেলায় এখনও বালি, পাথর পাচার চক্র কাজ করছে বলে জানান শুভেন্দুবাবু।
এর মাঝেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘এখানে নতুন ভাইপো কাজল শেখ। সঙ্গে ভাগ্নে বাপী। আমাদের সব নজরে আছে। ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূম নেতাদের কাছে।’ তবে ঠিক কী কারণে তৃণমূল নেতাদের তিনি হুঁশিয়ারি দেন, সেটা খোলসা করেননি। তবে তিনি জানান, ভোট পরবর্তী হিংসা, পাথর চুরি এবং মহম্মদ বাজারের একটি ঘটনাকে কেন্দ্র করে মুশকিলে পড়তে পারেন বিজেপি নেতারা।