BRAKING NEWS

গঙ্গারামপুর-বুনিয়াদপুর রেলস্টেশনের একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা করলেন সুকান্ত মজুমদার

গঙ্গারামপুর, ২৬ নভেম্বর (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও বুনিয়াদপুর রেল স্টেশনের একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা । রবিবার এই কাজের শিলান্যাস করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম কাটিহার সুরেন্দ্র কুমার, গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুদরাই টুডু সহ একগুচ্ছ বিজেপি নেতৃত্ব।

জানা গিয়েছে, প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সাজিয়ে তোলা হচ্ছে গঙ্গারামপুর রেলস্টেশনকে। এর মধ্যে রয়েছে, স্টেশনের সৌন্দর্যায়ন, প্ল্যাটফর্ম নির্মাণ, লুপ লাইন, ফুট ওভারব্রিজ এবং পুনর্ভবা নদীর ওপর ফুট ব্রিজের। গঙ্গারামপুর ছাড়াও বুনিয়ানপুর রেল স্টেশনকে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে রেল। এখানেও কয়েক কোটি টাকা ব্যায়ে হবে প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, স্টেশনের সৌন্দর্যায়ণ সহ একাধিক উন্নয়নমূলক কাজ। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এই সমস্ত কাজ সম্পন্ন হবে। এদিন এই সমস্ত কাজের শিলান্যাস করেন সুকান্ত মজুমদার।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বিগত পাঁচ বছরে রেলের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। এদিন তিনি বলেন, গত পাঁচ বছরে বালুরঘাট নবদ্বীপ ট্রেন চলাচল, ট্রেনের অত্যাধ্যুনিক সিগন্যালিং ব্যবস্থা, বৈদ্যুতিকরণ, সিক লাইন, পিট লাইনের কাজ, বালুঘাট-হিলি রেল প্রকল্পের একাধিক কাজ হয়েছে। পাশাপাশি আগামী দিনে জেলার রেল পরিকাঠামোর আমূল পরিবর্তন ও উন্নয়ন করা হবে বলে জানান সাংসদ। বাড়ানো হবে ট্রেনের সংখ্যাও। জেলাবাসীর দাবি মেনে প্রতিটি কাজের জন্য রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলেন। সেই আবেদনে রেলমন্ত্রী সারা দিয়েছেন বলেই গঙ্গারামপুর ও বুনিয়াদপুর স্টেশন সাজানোর কাজ শুরু হল।
জেলায় নতুন রেল চলাচল প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার জানান, শিয়ালদা রেল স্টেশনে প্ল্যাটফর্ম নিয়ে সমস্যা হচ্ছে। ফলে আমাদের নতুন রেল চলাচলের সূচনা করতে অসুবিধা হচ্ছে। গৌড় লিংক চালাতেও সমস্যা হচ্ছে। আমরা রেলমন্ত্রীর কাছে বালুরঘাট- শিয়ালদা সরাসরি ট্রেনের দাবি করেছি। আশা করছি খুব দ্রুত সেই ট্রেন চালু হবে। নতুন ট্রেন চালু হলে গৌড় এক্সপ্রেসের বিভিন্ন সমস্যার সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JAGARAN TRIPURA

FREE
VIEW