পাথারকান্দি (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : নেশা বিরোধী অভিযানে পুলিশের ঘন ঘন তল্লাশি চললে ত্রিপুরা থেকে অসম হয়ে বহিঃরাজ্য গাঁজা পাচার অব্যাহত রয়েছে।
রবিবার ফের চুরাইবাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছে গাঁজা । পাশাপাশি আটক করা হয়েছে এক পাচারকারীকে । পুলিশ সূত্রে জানা গেছে যে, বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের রুটিন তল্লাশি চলাকালীন সময়ে অনলাইন সামগ্রী বোজাই একটি কন্টেইনার লরিতে তল্লাশি চালিয়ে লরিতে থাকা বিভিন্ন অনলাইন রিটার্ন সামগ্রীর সাথে থাকা একটি বিশেষ ট্রলি ব্যাগের ভিতর থেকে দশ পেকেট গাঁজা উদ্ধার হয় ।
চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের ইনচার্জ প্রণব মিলি জানান, রবিবার সকাল নয় ঘটিকার ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অসম সীমান্তে প্রবেশের মুখে এস ০১ এনসি ৫৭৯৫ নম্বরে একটি কন্টেইনার লরি চুরাইবাড়ি চেক গেইটে পৌছালে যথারীতি গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ কর্মীরা।এতে গাড়ির থাকা একটি ব্যাগের ভিতর থেকে ১০ পেকেটে মোট ১০.৬ কেজি গাঁজা উদ্ধার হয় । পাচারের অভিযোগে আটক করা আব্দুল ওয়াহিদ । ধৃত ব্যক্তির বাড়ি কাছাড় জেলার গুমড়ায় বলে জানান ইনচার্জ । বলেন, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।