হরিয়ানা- ৩৪৩/১
ত্রিপুরা-২১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। জাতীয় ক্রিকেটে লজ্জার পরাজয় ত্রিপুরার। হরিয়ানার বিরুদ্ধে আসরের শেষ ম্যাচে অসহায় আত্মসমর্পন করলো রাজ্যদল। জাতীয় অনূর্ধ্ব-১৫ বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতায়। ত্রিপুরার পরাজিত হলো বিশাল ৩২২ রানে। রাইপুর ডিস্টিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে হরিয়ানার গড়া ৩৪৩ রানের জবাবে ত্রিপুরা সর্ব সাকুল্যে মাত্র ২১ রান করতে সক্ষম হয়। হরিয়ানার দিয়া যাদব দ্বিশতরান করে। আসরে সবকটি ম্যাচে পরাজিত হয়ে গ্রুপে শেষের দিকে প্রথম স্থান বিরাজ করে ঘরে ফিরছে পারমিতা-রা। শেষ কোনও বছর ত্রিপুরা এত বড় ব্যবধানে পরাজিত হয়েছে জানা নেই। সকালে হরিয়ানার অধিনায়িকা তানিস্কা শর্মা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৩৫ ওভারে ১ উইকেট হারিয়ে পাহাড় সমান ৩৪৩ রান করে। ওপেনিং জুটিতে দলনায়িকা এবং দিয়া যাদব ১০৬ বল খেলে ১৭১ রান যোগ করে বড় স্কোর গড়ার ইঙ্গিত দেয়। তানিস্কা ৪৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে। ত্রিপুরার নির্বিশ বোলিংয়ের সামনে এরপর দিয়া এবং আদ্যা গুপ্তা দ্রুত রান তোলার দিকে নজর দেয়। শেষ পর্যন্ত ওই জুটি অবিচ্ছিন্ন থেকে দলকে ৩৪৩ রানে পৌঁছে দেয়। দিয়া ১২৫ বল খেলে ৪০ টি বাউন্ডারির সাহায্যে ২১৩ রানে এবং আদ্যা ৪৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরার পক্ষে দিপীকা পাল ৯০ রান দিয়ে একমাত্র উইকেটটি দখল করে। জবাবে খেলতে নেমে হরিয়ানার গড়া বিশাল রানের নীচে চাপা পড়ে যায় ত্রিপুরা। রাজ্যদল ২০.৩ ওভার ব্যাট করে মাত্র ২১ রান করতে সক্ষম হয়। ওই ২১ রানের মধ্যে ১২ রান আসে অতিরিক্ত খাতে। দলের ৭ জন ব্যাটসম্যান কোনও রান না করে প্যাভেলিয়নে ফিরে যায়। হরিয়ানার পক্ষে সামাইরা স্যাগাল ৪ রান দিয়ে ৪ টি, নিহারিকা শর্মা কোনও রান না দিয়ে, আনসলে দালাল ১ রান দিয়ে এবং পুরভা যাদব ৮ রান দিয়ে ২ টি উইকেট দখল করে। ত্রিপুরা গ্রুপে ৪ ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়ে ঘরে ফিরছে।