মৈত্রী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী ৩৩ তম কঠিন চিবর দান উৎসব

আগরতলা, ২৫ নভেম্বর : গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ধলাঝাড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী ৩৩ তম কঠিন চিবর দান উৎসব। প্রথম দিন অর্থাৎ ২৪ নভেম্বর তারিখ সন্ধ্যা থেকে শুরু হয় কঠিন চিবর বুনন। সারারাত ব্যাপী চলে এই কঠিন চিবর বুনন । তার পরদিন অর্থাৎ আজ ২৫ নভেম্বর সকাল ৬ ঘটিকায় বিশ্ব শান্তি মৈত্রী বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ধর্মীয় কর্মসূচি।

প্রথম পর্বে বৌদ্ধ মূর্তি দান,সংঘ দান,অষ্ঠপরিক্কার দান, কল্পতুরু দান,সহ নানাবিধ দান এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় আলোচনা করেন। দ্বিতীয় পর্বে যে কঠিন চীবর বুনন হয়েছিল সেই চীবর নিয়ে হয় রেলী এবং এই চীবর ভিক্ষুদের মধ্যে দান করা হয়। জগতের সকল প্রাণীর হিত সুখ মঙ্গলার্থে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করা হয়। দুইদিন ব্যাপী এই কঠিন চীবর দানোৎসবকে ঘীরে বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রান দায়ক দায়িকাদের উপস্হিতি ছিল চোখে পড়ার মতো।