জয়পুর, ২৫ নভেম্বর : ভোটগ্রহণ চলছে মরুরাজ্য রাজস্থানে। বিকেল ৫টা পর্যন্ত রাজস্থানের বিধানসভা নির্বাচনে ভোটের হার ৬৮.২৪ শতাংশ।
ভোট শান্তিপূর্ণ ভাবে হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। পালি এবং উদয়পুর জেলায় দুই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হবেন।

