নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : কংগ্রেস শনিবার রাজস্থানের ভোটারদের কাছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন জানিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে “গ্যারান্টি সরকার” এবং জনগণের সুবিধার জন্য যারা কাজ করে এমন একটি দলকে নির্বাচন করার জন্য আবেদন জানানো হয়েছে। রাজস্থানের ১৯৯টি বিধানসভা আসনের জন্য শনিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিজেপি কংগ্রেসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে সর্বাত্মক চেষ্টা করছে বলে এদিন কংগ্রেসের তরফ থেকে অভিযোগ আনা হয়। রাহুল গান্ধী এদিন বলেন, গ্যারান্টির সরকার’-কে ভোট দিন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লেখেন, “সঞ্চয়, ত্রাণ, বৃদ্ধি কল্যাণমূলক প্রকল্পগুলি থেকে উপকৃত মানুষ…কেবল কংগ্রেসকেই বেছে নেবে!” রাজস্থানের সচেতন মানুষ জানে যে তাদের মূল্যবান ভোটই তাদের সুখের গ্যারান্টি, বলেও এদিন মন্তব্য করেন খাড়গে।

