BRAKING NEWS

কালিয়াচকে জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু বাইকচালকের, উত্তেজনা এলাকায়

কালিয়াচক, ২৫ নভেম্বর (হি.স.) : মালদার কালিয়াচক থানার অদূরে ৩৪ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালকের। ঘটনাটি ঘটেছে শনিবার। ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। লরিটিকে আটক করেছে পুলিশ।

মৃতের নাম আক্তার শেখ (৩৫)। বাড়ি কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে সুলতানগঞ্জ থেকে কালিয়াচকের দিকে যাচ্ছিলেন আক্তার শেখ। সেই সময় একটি ১২ চাকার লরি পেছন থেকে এসে বাইকটিতে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্তারের।

ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। অভিযোগ, সুলতানগঞ্জ মোড় এলাকায় যত্রতত্র বালি-পাথর বোঝাই গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। ফলে যান চলাচলের ক্ষেত্রে ভীষণ সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এদিনের ঘটনার পরই সরব হন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *