উত্তরকাশী টানেলে আটকে পড়া শ্রমিকদের খোঁজ নিতে ধামিকে ফোন প্রধানমন্ত্রীর

উত্তরকাশি, ২৪ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করে উত্তরকাশির সিল্কিয়ারা টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের বিষয়ে জানতে চান। উদ্ধারকাজ কতদূর এগোলো এই বিষয়ে ধামিকে প্রশ্ন করেন মোদী। যেসব কর্মী উদ্ধার কাজের সঙ্গে যুক্ত তাদের অবস্থা সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী। ধামিকে উদ্ধারকাজ সংক্রান্ত জরুরি উপদেশও দেন মোদী।

উত্তরাখণ্ডের তথ্য এবং জনসংযোগ দফতর জানিয়েছে, টানেলের ভিতরে রোজকার প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার, ওষুধ ৪১ জন শ্রমিকের জন্য ঠিকঠাকভাবে পাঠানো হচ্ছে কিনা সে নিয়েও ধামিকে জিজ্ঞাসা করেন মোদী।
১২ নভেম্বর উত্তরকাশির নির্মীয়মান সিল্কিয়ারা টানেল ভেঙে ৪১ জন শ্রমিক ভিতরে আটকে পড়েন। আজকে ১২ দিন তাঁরা আটকে আছেন, তাদের উদ্ধারের জন্য জোরকদমে তৎপরতা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *