মুম্বই, ২৪ নভেম্বর (হি. স.) আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। ম্যাচ হারার পর ভারতীয় দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন মোদী। কিন্তু এসবের পরও সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রীকে রীতিমতো ‘অপয়া’ তকমা দেন নেটাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ‘পনৌতি’ হ্যাশট্যাগ। প্রধানমন্ত্রীকে নিয়ে এসব ব্যঙ্গ-বিদ্রুপে এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত।
সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লেখেন, ‘যাঁরা প্রধানমন্ত্রীকে অপয়া বলছেন, তাঁদের কিছু সত্যি বলি এবার। উনি এমন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি কখনও নির্বাচনে হারেননি। তিনি আজ পর্যন্ত যা ছুঁয়েছেন, তাই সোনা হয়েছে। ওঁর নেতৃত্বে গুজরাট এত উন্নতি করেছে। ওঁর নেতৃত্বে এ বার ভারতের অর্থনীতি ৪ ট্রিলিয়ন ছুঁয়ে ফেলবে। রাজনীতিতেও এমন কুৎসা রটানো উচিত নয়।’
প্রসঙ্গত, বরাবরই প্রধানমন্ত্রী ও গেরুয়া শিবিরের প্রতি নিজের আনুগত্য দেখিয়েছেন কঙ্গনা। তবে মোদীকে ‘অপয়া’ খোঁচা দেওয়ায় বৃহস্পতিবার নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাহুলকে ‘শোকজ’ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।