নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.) : গুরু তেগ বাহাদুরের শহিদ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার রাষ্ট্রপতি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আমি শ্রী গুরু তেগ বাহাদুরজিকে তাঁর শহিদ দিবসে শ্রদ্ধা জানাই। মানবাধিকার ও ধর্ম রক্ষায় তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। আসুন, আমরা সবাই বীরত্ব ও ত্যাগের প্রতীক গুরু তেগ বাহাদুরজির শিক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করি।“
প্রসঙ্গত, গুরু তেগ বাহাদুর (১৬২১ – ১৬৭৫) ছিলেন শিখ ধর্মের নবম এবং দশম গুরু। তাঁর শিরচ্ছেদ পর্যন্ত শিখদের নেতা ছিলেন।তিনি গুরু হরগোবিন্দের কনিষ্ঠ পুত্র একজন নীতিনির্ধারক এবং নির্ভীক যোদ্ধা হিসাবে বিবেচিত ছিলেন। ছিলেন এক বিদগ্ধ আধ্যাত্মিক পণ্ডিত এবংকবি যাঁর ১১৫টি স্তোত্র গুরু গ্রন্থ সাহেবে অন্তর্ভুক্ত রয়েছে। এটি শিখ ধর্মের প্রধান পাঠ্য।