জম্মু, ২৩ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় এনকাউন্টারের দ্বিতীয় দিনে, বৃহস্পতিবার নিকেশ হয়েছে দুই লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিদের মধ্যে একজনের নাম-কোয়ারি। নিহত লস্কর-ই-তৈবা জঙ্গি পাকিস্তানের নাগরিক ছিল। তাকে পাকিস্তান ও আফগান ফ্রন্টে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এনকাউন্টারের দ্বিতীয় দিনে আরও এক সেনা জওয়ান শহিদ হয়েছেন।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, রাজৌরি জেলার কালাকোট এলাকার বাজি মালের ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই মতো ওই এলাকায় অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিরা গুলি চালাতে থাকে, এরপর শুরু হয় এনকাউন্টার। বুধবারই এনকাউন্টারে প্রাণ হারান দু’জন ক্যাপ্টেন ও দু’জন সেনা জওয়ান। তারপরও চলতে থাকে গুলির লড়াই।
বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় গুলির শব্দ শোনা যায়। এরপর দুপুরে সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এনকাউন্টারে দুই সন্ত্রাসবাদী নিরস্ত্র হয়েছে। এক সন্ত্রাসীর নাম কোয়ারি, সে লস্কর-ই-তৈবার প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার ছিল। গত এক বছর ধরে এই জঙ্গি তার টিম রাজৌরি-পুঞ্চে সক্রিয় ছিল। তাকে ডাংরি ও কান্দি হামলার মাস্টারমাইন্ড বলেও মনে করা হচ্ছে। এই অঞ্চলে সন্ত্রাস পুনরুজ্জীবিত করার জন্য এই জঙ্গিকে পাঠানো হয়েছিল। আইইডি, গুহা থেকে লুকিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর বিশেষজ্ঞ ছিল নিহত জঙ্গি। এদিন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন আরও এক সেনা জওয়ান।