BRAKING NEWS

অভাবের তাড়নায় সন্তান বিক্রি করল পিতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ নভেম্বর : অভাবের তাড়নায়। ত্রিশ হাজার টাকার বিনিময়ে সদ্যজাত শিশুকে বিক্রি করল পিতা। অভাব-অনটন যেখানে নিত্যসঙ্গী সেখানে খিদের জ্বালায় সন্তান বিক্রির ঘটনা ঘটল রাজ্যে ফের একবার।

তেলিয়ামুড়া মহকুমা’র অন্তর্গত মুঙ্গিয়াকামী আর.ডি ব্লকের হলুদিয়া এ.ডি.সি ভিলেজের অন্তর্গত বংশীপাড়া’তে ঘটেছে এই ঘটনাটি।জানা গেছে, বংশীপাড়া এলাকার বাসিন্দা খুকেন দেববর্মার দেড় দিন বয়সী কন্যা সন্তানকে ত্রিশ হাজার টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠে এসেছে। আরো জানা গেছে, নিজের স্ত্রীকে ঘুমে রেখে ওই কন্যা সন্তানের পিতা খুকেন দেববর্মা এই কাণ্ড ঘটিয়েছে।  বর্তমানে তার গর্ভজাত কন্যা সন্তানকে ফিরে পাবার জন্য অসহায় মা দ্বারে দ্বারে ঘুরছেন।

তবে যে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে তা সংঘটিত হয়েছে রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে। খবর নিয়ে জানা গেছে, বংশীপাড়া’র বাসিন্দা খুকেন দেববর্মা এতটাই অর্থনৈতিক সমস্যার মধ্যে নিমজ্জিত  যে  বুকে পাথর চাপা দিয়ে নগদ ত্রিশ হাজার টাকার বিনিময়ে ছনপাড়া এলাকার সুশীল দেববর্মার সঙ্গে শলাপরামর্শ করে দেড় দিনের কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন তিনি।
      সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কন্যা সন্তানটির মা অসহায়ের মতো যখন এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করে, বিভিন্ন মানুষের কাছে অসহায় ঘটনার ইতিবৃত্তান্ত তুলে ধরেছে তখন চক্ষু চরক গাছ হয়ে গেছে সবার।
 যদিও বিষয়টি এলাকার বিধায়ক তথা রাজ্য মন্ত্রী বিকাশ দেববর্মার নজরে এসেছে। আর মন্ত্রীর নজরে গোটা বিষয়টি আসতেই শুরু হয়েছে প্রশাসনিক আধিকারিকদের দৌড়-ঝাপ। আজ দুপুর নাগাদ সি.ডি.পি.ও দপ্তরের এক প্রতিনিধি দল ঘটনার তদন্তে নেমেছেন, ওই শিশু সন্তানকে খুঁজে পুনরায় তার মায়ের কোলে ফিরিয়ে দিতে।
গোটা ঘটনাকে কেন্দ্র করে মুঙ্গিয়াকামী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *