BRAKING NEWS

মমতার বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি শুভেন্দুর

দক্ষিণ ২৪ পরগনা, ২৩ নভেম্বর (হি.স.) : নেতাজি ইনডোরে দলীয় সভা থেকে নাম না করে বিরোধী শিবিরের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরের আট জনকে জেলে ভরার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এবার পাল্টা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর পাল্টা হুঁশিয়ারি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করব।”

বৃহস্পতিবার জয়নগরের দলুয়াখাকি গ্রামে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু। আট জনকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেখান থেকেই বিরোধী দলনেতার পাল্টা হুঁশিয়ারি।

বিরোধী দলনেতার আরও সংযোজন, “বিচার ব্যবস্থার কাছে বলব, এই রাজ্যের সরকার ও প্রশাসন কার হাতে আছে? এই কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট থানায় এফআইআর হওয়া উচিত। নেতাজি ইনডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানার মধ্যে পড়ে। ওই থানায় আমি এফআইআর করব।”

প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে তৃণমূলের চারজন বিধায়ক বর্তমানে জেলবন্দি। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা ও সম্প্রতি গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিরোধীদের নিশানা করার সময় এদিন তৃণমূল নেত্রীর মুখেও উঠে এল দলীয় বিধায়কদের গ্রেফতারির প্রসঙ্গ।

সভায় মমতা বলেন, তাঁর দলের ৪ জন বিধায়ককে জেলে ভরে রাখা হয়েছে চুরির বদনাম দিয়ে। তাঁর সন্দেহ, এভাবে তৃণমূলের বিধায়ক সংখ্যা কমানোর চেষ্টা হচ্ছে। এরপরই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি তাহলে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি ওদের ৮ জনকে জেলে ভরব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *