করিমগঞ্জ (অসম) ২৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট জেলার ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরা চালান অনুপ্রবেশ ও অবৈধ পরিবহন প্রতিরোধে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এর অধীনে জেলার আন্তর্জাতিক সীমান্ত বরাবর ৫০০ মিটার এলাকায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোন ব্যক্তি চলাচল করতে পারবেন না। সীমান্তের কুশিয়ারা নদীর আন্তর্জাতিক সীমান্তেও সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোন ব্যক্তি চলতে পারবেন না। অনুরূপভাবে কুশিয়ারায় মাছ ধরতে হলেও সার্কেল অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া সীমান্তে ৫ কিলোমিটার ভেতর এলাকা বরাবরে কোন ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত গাড়ি, ঠেলা, রিস্কা দিয়ে চিনি, চাল, ভোজ্য তেল, কেরোসিন ইত্যাদি পরিবহন করতে পারবেন না। ২২ নভেম্বর অর্থাৎ বুধবার থেকে জারি করা এই আদেশ জেলার আন্তর্জাতিক সীমান্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।