আগরতলা, ২৩ নভেম্বর : বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে একথা বলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্যা মিতা নাথ বোড়া। তাঁর কথায়, জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ শিবির থেকে স্পষ্ট যে বিজেপি পরিচালিত সরকারের উপর রাজ্যবাসীর আস্থা রয়েছে।
এদিন তিনি বলেন, প্রদেশ বিজেপি -র পক্ষ থেকে ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী নগর সংস্থার কর্পোরেটার, মেয়র, কাউন্সিলারদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছিল।
এদিন তিনি আরও বলেন, ত্রিপুরা সহ আরও ৭ প্রদেশের প্রশিক্ষণের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। বিজেপি সরকারের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা। আগামী দিনে মানুষের কাছে সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে এই প্রশিক্ষণ শিবির বলে জানিয়েছেন তিনি।

