BRAKING NEWS

 চোর ও চুরির সামগ্রী মজুত রাখা দোকান মালিক সহ ১২ জন পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর : সদর এসডিপিও এবং পূর্ব থানার ওসির যৌথ উদ্যোগে শহরের চুরিকাণ্ডের তদন্তে নেমে ১১ জন চোর সহ একজন ক্রেতাকে  গ্রেপ্তার করেছে পুলিশ। ছুটির দিনে আগরতলা ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলের ৪৭ টি পাখা চুরি হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গতকাল ২১ পূর্ব থানায়  অভিযোগ জানিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযানে নামে।

এই চুরিকান্ড সম্পর্কে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার জানিয়েছেন, সদর এসডিপিও এবং পূর্ব থানার ওসি যৌথ উদ্যোগে চুরিকাণ্ডের অভিযানে নামেন। এতে মোট ১১ জন চোর সহ চুরির সামগ্রী যে ব্যাক্তি কেনে ওই মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। এই চোর চক্রের মূল ভানু দেবনাথ(৪৩) বলে জানিয়েছেন সদর এসডিপিও। আজ তাকে মহারাজগঞ্জ বাজার এলাকার ঝুলন্ত ব্রিজ এলাকায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির সামগ্রী সংরক্ষিত দোকান থেকে মোট ৪১ টি পাখা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আরো দুটি জলের পাম্প মেশিন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তালা ভাঙার কাজে ব্যবহৃত রড ও উদ্ধার হয়েছে এদিন। এই চোরচক্রটি শহরের বিভিন্ন চুরিকাণ্ডে জড়িত রয়েছে বলে ধারনা পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *