BRAKING NEWS

আইসিসি ক্রমতালিকায় ভারতের ক্রিকেটাররাই শীর্ষস্থানে

দুবাই, ২২ নভেম্বর(হি.স.): বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ভারতীয় খেলোয়ারদেরই জয়জয়াকার। আইসিসি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে প্রথম চারজনের মধ্যে ৩ জনই ভারতীয়। বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন চার ভারতীয়।
শীর্ষে রয়েছেন শুভমান গিল। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিরাট কোহেলি রয়েছেন তৃতীয় স্থানে।

ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন চতুর্থ স্থানে। শীর্ষস্থানে থাকা গিলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা বিরাটের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৩৫। গিলের রেটিং পয়েন্ট ৮২৬, বিরাটের ৭৯১। বাবর আজমের রেটিং পয়েন্ট ৮২৪ এবং রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৭৬৯।
বোলারদের ক্রমতালিকাতেও ভারতে এগিয়ে। প্রথম দশে রয়েছেন ভারতের চার বোলার।৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে মহম্মদ সিরাজ রয়েছেন তৃতীয় স্থানে। জশপ্রীত বুমরাহ উঠে এসেছেন চতুর্থ স্থানে। স্পিনার কুলদীপ যাদব রয়েছেন ষষ্ট স্থানে। বিশ্বকাপে ২৪ উইকেট নেওয়া মহম্মদ শামি উঠে এসেছেন দশম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *