ডিব্রুগড় (অসম), ২১ নভেম্বর, (হি.স.) : প্ৰায় দু-সপ্তাহের মাথায় উদ্ধার ডিব্ৰুগড়ে ব্রহ্মপুত্র নদে সন্ধানহীন অনন্ত কাকতির মৃতদেহ।
গত ৮ নভেম্বর সকালে ব্রহ্মপুত্র নদের মোহনাঘাটে অনন্ত কাকতি এবং তাঁর বড় ভাই দিগন্ত কাকতি তাঁদের প্রয়াত মায়ের পিণ্ডদান করতে গিয়েছিলেন। পিণ্ড দান করে স্নান করতে গিয়ে আচমকা ব্রহ্মপুত্রের জলে তলিয়ে গিয়েছিলেন দুই ভাই অনন্ত ও দিগন্ত।
চার দিনের মাথায় উদ্ধার হয়েছিল বড় ভাই দিগন্ত কাকতির মৃতদেহ। আজ ১৩ দিনের দিন সেই মোহনাঘাটে ভাসমান অনন্ত কাকতির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে।
আজ সকালে মোহনাঘাটের তীরে অনন্ত কাকতির মৃতদেহ দেখে স্থানীয় প্ৰত্যক্ষদর্শীরা খবর দেন থানা এবং মৃতের বাড়িতে। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে মৃতদেহটি শনাক্ত করেন। ইত্যবসরে এসডিআরএফ-এর দল নিয়ে আসেন পুলিশ ও সাধারণ প্ৰশাসনের আধিকারিকরা। নদের জল থেকে তুলে আনা হয় অনন্ত কাকতির মৃতদেহ। পরে মৃতদেহের ময়না তদন্ত করতে পাঠানো হয় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।