নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর : রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গঠন করার অঙ্গীকার গ্রহণ করলেও একাংশ লোকজন অতি মুনাফার রূপে গাঁজা চাষ অব্যাহত রেখেছে। রাজ্যে উৎপাদিত গাঁজা বহিরাজ্যে এবং বিদেশে পাচার করে মুনাফা অর্জন করছে ঐসব গাঁজা চাষী সহ একাংশ লোকজন। অবশ্য এই গাঁজা চাষ এবং গাজা পাচারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের প্রয়াস অব্যাহত রয়েছে। এর অঙ্গ হিসেবেই সিধাই থানাধীন ফকিরা মুড়া এলাকায় গাঁজা বিরোধী অভিযানের নেমে সাফল্য পেল পুলিশ।
এই অভিযানে প্রায় ৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন মোহনপুর এএসডিপিও বিজয় সেন। ফকিরামুড়া এলাকাতে সম্প্রতি অবৈধভাবে এই গাঁজা বাগান তৈরি করা হয়েছে বলে খবর ছিল পুলিশের কাছে। তার ভিত্তিতেই সিআরপিএফ, টিএসআর এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে।
যদিও গাঁজা চাষের সাথে জড়িত কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রবিবার ভোর রাতে গাঁজা চাষীদের ঘুমে রেখেই এই সফল অভিযান করেছে সিধাই থানা। এলাকার অন্যান্য আরো গাঁজা বাগানগুলো ধ্বংস করার ক্ষেত্রেও পুলিশ এই ধরনের পদক্ষেপ গ্রহণ করার অপেক্ষায় স্থানীয় জনগণ।