হোশিয়ারপুর, ১৮ নভেম্বর (হি.স.) : আগের সরকারগুলি পঞ্জাবকে লুট করেছে, কিন্তু মান সরকার রাজ্যের উন্নয়নে অর্থ ব্যয় করছে বলে শনিবার মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি ‘বিকাশ ক্রান্তি’ সমাবেশে তাঁর ভাষণে একথা উল্লেখ করেন। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার পাঞ্জাবকে “লুটপাট” করার জন্য আগের রাজ্য সরকারগুলির নিন্দা করেছেন। তিনি বলেন, আপ সরকার একটি “সৎ” সরকার যারা রাজ্যের উন্নয়নে ব্যয় করছে।
কেজরিওয়াল জনগণের উদ্দেশে আরও বলেন, রাজ্যে “অগ্রগতির ধারা” পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শুরু করেছিলেন। ভগবন্ত মান, হোশিয়ারপুর লোকসভা কেন্দ্রের জন্য ৮৬৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এটি হোশিয়ারপুর লোকসভা আসনের জন্য একটি ঐতিহাসিক দিন। ভগবন্ত মান সরকার এই সংসদীয় আসনের জন্য ৮৬৭ কোটি টাকার প্যাকেজ এনেছে, বলেও এদিন কেজরিওয়াল ‘বিকাশ ক্রান্তি’ সমাবেশে তার ভাষণে জানান।