গৌরীপুরে ১৭ নম্বর জাতীয় সড়কে দুৰ্ঘটনা, হতাহত দুই ভাই

ধুবড়ি (অসম), ১৮ নভেম্বর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর থানাধীন তারঘাটের বলদমারা এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জনৈক বাইক আরোহীর। একই দুর্ঘটনায় গুরুতভাবে আহত হয়েছে তাঁর ছোট নাবালক-ভাই। নিহতকে আলমগঞ্জের দামপুর গ্রামের জনৈক বারেক সরকারের ছেলে লখিম সরকার এবং আহতকে আলভি সরকার বলে শনাক্ত করা হয়েছে।

দুই ভাই লখিম এবং আলভি সরকার ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে এএস ১৭ জি ২৭০৯ নম্বরের বাইকে চড়ে আলমগঞ্জের দামপুর গ্রামের বাড়ি থেকে বেরিয়ে গৌরীপুরের দিকে যাচ্ছিল। কিন্তু তারঘাটের বলদমারা এলাকায় ধুবড়ি থেকে গুয়াহাটিগামী এএস ০১ কেসি ৩৮৭১ নম্বরের একটি পণ্যবাহী ট্ৰাকের সঙ্গে অতর্কিতে সংঘর্ষ হয় মোটর বাইকের। প্রচণ্ড সংঘর্ষে রাস্তায় দুই বাইক আরোহী ছিটকে পড়ে।

ইতিমধ্যে খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় গৌরীপুর থানার পুলিশ। পুলিশ আহত দুই বাইক আরোহীকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে যায় ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে লখিম সরকারকে মৃত বলে ঘোষণা করে আলভি সরকারকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করেন ডাক্তার। এদিকে নিহত লখিমের ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।