জাতিবিদ্বেষ নিয়ে নোবেলজয়ী বিনায়ককে বক্রোক্তি তথাগত রায়ের

কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) : জাতিবিদ্বেষ নিয়ে নোবেলজয়ী বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি লেখার বক্রোক্তি করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার তিনি তাঁর এক্স হ্যাণ্ডেলে একটি বহুল প্রচারিত বাংলা দৈনিকের উল্লেখ করে লিখেছেন,“আজকের উত্তর-সম্পাদকীয়তে জনৈক বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিলাপ করেছেন, প্যালেস্টিনিয়ানদের, ইহুদিদের, ইউক্রেনিয়ানদের, আমেরিকার আদিম অধিবাসীদের দুঃখে। শুধু বাদ থেকে গেছে পূর্ববাংলার হিন্দুরা। “দেখা হয় নাই চক্ষু মেলিয়া…একটি ধানের শীষের উপরে একটি শিশিরবিন্দু”। প্রসঙ্গত বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে তথাগতবাবু বরাবরই প্রবলভাবে সরব। এ নিয়ে তাঁর লেখা একটি বাংলা বই ও তার ইংরেজি সংস্করণ পাঠকমহলে সমাদর পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *