ভোপাল, ১৭ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের দিমানি বিধানসভা কেন্দ্র ছাড়া রাজ্যের সর্বত্রই শান্তিতে চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছিল ৪৫.৪০ শতাংশ। তিনটে পর্যন্ত মধ্যপ্রদেশে সার্বিক ভোটের হার ৬০.৫২ শতাংশ। মধ্যপ্রদেশের ২৩০টি আসনেই ভোটগ্রহণ হচ্ছে শুক্রবার, প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২,৫৩৩ জন প্রার্থী, তাঁদের মধ্যে ২৫২ জন মহিলা প্রার্থী। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১১৬। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ভোটারের সংখ্যা ৫.৬ কোটি, তার মধ্যে ২.৮৮ কোটিও পুরুষ, ২.৭২ কোটি মহিলা। নকশাল প্রভাবিত হওয়ায় বালাঘাটের তিনটি ভোট কেন্দ্র এবং ডিন্ডোরির ৪টি ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ২ লক্ষ রাজ্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণের মধ্যেই মিরঘান, মোরেনার দিমানি বিধানসভা কেন্দ্রের ১৪৭-১৪৮ নম্বর ভোটকেন্দ্রে হিংসার খবর পাওয়া গিয়েছে, দুই পক্ষের মধ্যে পাথর ছোড়া হয়। একজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিএসপি বিজয় সিং ভাদোরিয়া বলেছেন, সকালে হিংসার খবর পাওয়া যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে।
উল্লেখ্য, ২০১৮-র বিধানসভা ভোটে মধ্যপ্রদেশে কংগ্রেস ১১৪, বিজেপি ১০৯, বিএসপি ২ এবং নির্দল ও অন্যেরা ৫টি আসনে জেতে। শেষ পর্যন্ত বিএসপি এবং নির্দলদের সমর্থনে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কমল নাথ। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে ২০২০-র মার্চে ২২ জন কংগ্রেস বিধায়কের বিদ্রোহের জেরে গদি হারান কমল নাথ। চতুর্থ বারের জন্য মধ্যপ্রদেশের কুর্সি পেয়েছিলেন শিবরাজ সিং চৌহান। এবার কী হয়, তা দেখা যাবে ৩ ডিসেম্বর।