শ্রীনগর, ১৬ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই। জঙ্গিদের চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার সামনু গ্রামে সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হয়। সেনাবাহিনীর ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর) এবং সিআরপিএফের একটি যৌথ দল ওই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে।
নিরাপত্তা বাহিনীর যৌথ দল সন্দেহভাজন ওই স্থানের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা জওয়ানদের লক্ষ্য করে গুলি। সময় নষ্ট না করে জওয়ানরাও যোগ্য জবাব ফিরিয়ে দেন। এরপর শুরু হয় গুলির লড়াই। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী।