কলকাতা, ১৫ নভেম্বর, (হি.স.): বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নিশানায় প্রাক্তন বিজেপি নেতা ও বর্তমান তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জের তৃণমূল বিধায়কের বিজেপি যোগের জল্পনা তৈরির হওয়ায় তাঁকে পালটা কটাক্ষ করেন দিলীপ ঘোষ। মঙ্গলবার বাবুল সুপ্রিয়র পোস্ট সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করে বাবুলকে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা।
বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘আমি কাউকে টার্গেট করি না। ওঁর কী প্রাসঙ্গিকতা আছে? কোনও দিন ছিল? বিজেপি ওকে মন্ত্রী বানিয়েছিল। এখানে এসে ভাষণ দিত। দলের জন্য ও কি করেছে?”
দিলীপবাবু বলেন, ’’আমাদের এতো কর্মী মার খেয়েছে। কারও বাড়ি গিয়েছে? কাউকে দুটো পয়সা দিয়ে সাহায্য করেছে? দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে আসবেন না। দিলীপ ঘোষ মাটিতে দাঁড়িয়ে লড়াই করেছে। এখনও করছে। আপনি করে খাচ্ছেন। নিজের সুবিধার জন্য অন্য পার্টিতে চলে গেছেন। কাল আবার অন্য পার্টিতে চলে যাবেন। ওকে কে মনে রেখেছে? যে পার্টির নেতা, সেই পার্টি এলাকায় ঢুকতে দেয় না।’’