দরং (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : দরং জেলার অন্তর্গত সিপাঝাড়ের বানেকুচিতে একটি শৌচাগারের ট্যাংক থেকে জনৈক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ খবর লেখা পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করতে পারেনি পুলিশ কিংবা স্থানীয় মানুষজন। এদিকে কী করে মহিলার মৃত্যু হয়েছে, বা কীভাবেই-বা তিনি শৌচাগারের ট্যাংকে পড়লেন, তাকে খুন করে ট্যাংকে ফেলা হয়েছে কি না ইত্যাদি কোনও বিষয়ে তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্ৰাথমিক তদন্ত শুরু করেছে। তদন্তকারী পুলিশ অফিসারের দাবি, খুব শীঘ্রই ঘটনার রহস্য উদ্ঘাটন হবে।