নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ নভেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এ বছরও বেশ জাকজমকপূর্ণভাবে দীপাবলি উৎসব পালনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধর্মনগরের বিভিন্ন ক্লাব দৃষ্টিনন্দন মন্ডপসজ্জা ও আলোকসজ্জার মধ্য দিয়ে উৎসব পালন করছে। আলোর উৎসব দীপাবলী ধর্মনগর এবং উদয়পুরের জন্য এক বিশেষ মর্যাদা সম্পন্ন উৎসব বলে বিবেচিত।
এই দীপাবলীর শ্যামাপূজাকে কেন্দ্র করে ধর্মনগরে চার থেকে পাঁচ দিন চলে মানুষের সমারোহ। শুধুমাত্র রাজ্যের নয় বহিরাজ্য থেকেও দলে দলে মানুষ এসে ভিড় করে ধর্মনগরের শ্যামা পূজার শৈল্পিক প্রদর্শনী দেখতে।
তাই পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুরপরিষদ প্রত্যেকের জাগ্রত এই শ্যামাপূজার দিনগুলি কেমন করে ধর্মনগরবাসী তথা পূজা দেখতে আসা রাজ্যের এবং বহি:রাজ্যের মানুষের নিরাপত্তা এবং শান্তি বজায় রেখে স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করা যায় তা নিয়ে।
শ্যামা পূজা দিনগুলিকে ভালোভাবে অতিবাহিত করার জন্য ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই সাংবাদিক সম্মেলনে শ্যামা পূজার দিনগুলিকে এবং দীপাবলীর জন্য ধর্মনগরবাসীকে অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানান।
স্বচ্ছ দীপাবলি এবং প্লাস্টিক মুক্ত সবুজায়ন যুক্ত দীপাবলীর অঙ্গীকারবদ্ধতার কথা জানান। তাছাড়া আরো জানান পুরো পরিষদের অধীন স্বসহায়ক গোষ্ঠীর প্রায় দুই হাজার বোনেরা নিজেদের বানানো মোমবাতি এবং মাটির প্রদীপ নিয়ে ধর্মনগরে তিনটি কাউন্টার খোলা হয়েছে বিক্রয়ের জন্য। সবাই যেন এই কাউন্টার গুলি থেকে মোমবাতি এবং প্রদীপ ক্রয় করে।
ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকাল ফর ভোকাল এই স্লোগানকে সামনে রেখে মোট ২৫ লক্ষ টাকার মোমবাতি এবং প্রদীপ বিক্রয়ের পরিকল্পনা নিয়েছে ধর্মনগর পুর পরিষদ। তাছাড়া আধুনিক প্রযুক্তিবিদ্যা কে কাজে লাগিয়ে সবার শুভেচ্ছা গ্রহণের জন্য তিনটি সেলফি পয়েন্ট এর ব্যবস্থা করেছে যেখানে পোস্টারে দেওয়া চিহ্ন কে স্ক্যান করে পুরো পরিষদ থেকে শুভেচ্ছার বিনিময়ে সার্টিফিকেট অনলাইনে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া শব্দবাজি বন্ধ করার জন্য ধর্মনগর বাসীর প্রতি আবেদন জানানো হয়েছে।