নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আডবাণীর ৯৬তম জন্মদিন । তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিবাদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শাহ এক্স হ্যাণ্ডেলে বুধবার লেখেন, “শ্রদ্ধেয় লাল কৃষ্ণ আডবাণীজিকে জন্মদিনের শুভেচ্ছা। অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতা দিয়ে দলকে লালন ও কর্মী গড়ে তোলার কাজ করেছিলেন। বিজেপির সূচনা থেকে ক্ষমতায় আসা পর্যন্ত আদবানিজির অতুলনীয় অবদান প্রতিটি কর্মীর জন্য অনুপ্রেরণার চিরন্তন উৎস। ঈশ্বরের কাছে তাঁর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি।”
প্রসঙ্গত, ১৯২৭ সালের ৮ নভেম্বর অবিভক্ত ভারতের করচি শহরে জন্ম এল কে আডবাণীর। তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারের উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতাও এই প্রবীণ নেতা।