BRAKING NEWS

শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সোচ্চার সিপিআইএম দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর:

সোমবার সিপিআইএম দলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বর্তমান শাসক দলকে বিভিন্ন বিষয়ে বিধলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
তিনি এদিন জানিয়েছেন,  গতকাল অর্থাৎ রবিবার সিপিআইএম রাজ্য  কমিটির বৈঠকে  রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছে।
তিনি এদিন সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন,  রাজ্যের  পূর্বতন সরকারের সময় পূজার দশদিন আগেই কাজ এবং মজুরি  শ্রমিকদের হাতে তুলে দেওয়া  হতো।  কিন্তু  এ বছর  পূজার  সময়  রেগা এবং টুয়েপের কোন কাজ দেওয়া হয় নি। এমন কি  শ্রমিকদের  প্রাপ্য  মজুরিও দেওয়া  হয়নি বলে তিনি অভিযোগ করেন।

সরকার  এব্যাপারে  সম্পূর্ণ  উদাসীন  বলেও তিনি  অভিযোগ করেন। খাদ্য নিরাপত্তা  আইন অনুসারে  প্রত্যেক  বিপিএল  পরিবারকে  মাসে  পাঁচ  কেজি  চাল  বিনামূল্যে  দেওয়ার  নিয়ম  থাকলেও বিপিএল পরিবারগুলি তা  পায় নি।

জনগনের  অধিকার  রক্ষায়  স্থানীয়  দাবী সহ সর্বভারতীয়  কর্মসূচি অনুযায়ী আন্দোলন গড়ে তোলার  কর্মসূচি  নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী।

তিনি জানান বিভিন্ন দাবীতে ক্ষেত মজুর ইউনিয়ন  এবং ত্রিপুরা  তফশিলি জাতি উন্নয়ন  সমিতির পক্ষ থেকে আগামী  তেইশ  নভেম্বর রাজ ভবন অভিযান করবে।  এছাড়া  আগামী  আঠাশ  নভেম্বর  কৃষকসভা সহ  সমস্ত  বামপন্থী সংগঠনগুলির  পক্ষ থেকেও রাজ ভবন অভিযান করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *