নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় তথ্য কমিশনের (সিআইসি) প্রধান তথ্য কমিশনার হিসাবে শপথ নিলেন হীরালাল সামারিয়া । সোমবার তাঁকে প্রধান তথ্য কমিশনার হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।
সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় তথ্য কমিশনের (সিআইসি) প্রধান তথ্য কমিশনার হিসাবে হীরালাল সামারিয়াকে শপথবাক্য পাঠ করান। শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।