জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে “রান ফর আয়ুর্বেদা” রেলি অনুষ্ঠিত রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর : রাজ্য আয়ুস মিশনের উদ্যোগে আগামী ১০ই নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে আজ রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায়। এইদিন আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনের সামনে থেকে এক রেলি শুরু হয়। রেলিটি রাজধানীর বিভিন্ন পথ ঘুরে প্যারাডাইস চৌমুহনীস্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে সামনে গিয়ে শেষ হয়। এদিনের এই রেলিতে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডাইরেক্টর ডি কে চাকমা সহ অন্যান্যরা।

আয়ুর্বেদের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রাজ্য আয়ুস মিশনের মিশন ডাইরেক্টর ডি কে চাকমা বলেন, আগামী ১০ই  নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবস পালিত হবে। এরই অঙ্গ হিসেবে আজকের এই রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত হয়েছে। এই রেলিতে আয়ুশ মিশনের সদস্য, আয়ুর্বেদের বিভিন্ন বিশিষ্ট ডাক্তার , কর্মীরা অংশ গ্রহন করেছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন এবছরের আয়ুর্বেদ দিবসের ভাবনা হচ্ছে ‘আয়ুর্বেদা ফর অল’। বিশেষ করে ছাত্রছাত্রী ও কৃষকদের কাছে আয়ুর্বেদকে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তার কথায়, বর্তমান সময়ে কৃষকরা জমিতে যে কীটনাশক ব্যবহার করছে সেটা যদি আয়ুর্বেদিকভাবে করা যায়, এবং আয়ুর্বেদিক উপায়ে নতুন প্রজন্ম যদি নিজেদের সুস্থ রাখার পথ খুঁজে বার করে তবে অনেকটাই তা উপকার হবে সমাজের। তিনি প্রাচীনকালের উদাহরন দিয়ে বলেন , বর্তমানে মানুষ সবকিছুতেই এলোপ্যাথিক ওষুধ ব্যবহার করে। তবে তার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিও অবলম্বন করা প্রয়োজন। কারণ প্রাচীনকালে মানুষ রোগভোগে অনেকটাই কম জর্জরিত ছিলেন বর্তমান সময়ের তুলনায়। তখন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিকই ছিল। তাই মানুষের মধ্যে আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মিশন ডাইরেক্টর ডি কে চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *