শান্তিরবাজার, ৪ নভেম্বর: নিজ বাড়িতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে শান্তির বাজার ভগৎ সিং কর্নার এলাকা থেকে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনী ও পুলিশ। দমকলবাহিনী মৃতদেহ উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, আজ সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার থানায় খবর আসে ভগৎসিং কর্নার এলাকায় এক যুবকের মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বাহিনীর কর্মী ও শান্তির বাজার থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই এলাকার বাসিন্দা মানিক দাসের ছেলে অলক দাস ( ২৬ ) নিজ বাসভবনে ঝুলন্ত অবস্থায় রয়েছে। দমকলকর্মীরা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। মৃত্যুর সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।
অলক দাসের অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়াহয়। ময়না তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।

