আগরতলা, ৪ নভেম্বরঃ আজ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের চিকিৎসার জন্য আগরতলা প্রেসক্লাব এবং পিয়ারলেস হাসপাতালের মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে। সাংবাদিক ও তাদের পরিবারের জন্য পিয়ারলেস হাসপাতালে বহির্বিভাগ ও ভর্তি থেকে চিকিৎসা করার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। পরীক্ষা নিরিক্ষার ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে ১৫ শতাংশ।
পিয়ারলেস হাসপাতালের কাউন্টার থেকে ঔষধ কিনলেও ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। কলকাতা বিমানবন্দর থেকে পিয়ারলেস হাসপাতাল পর্যন্ত সর্ব সুবিধা যুক্ত এম্বুলেন্সে রোগীকে বিনা খরচে নিয়ে যাওয়া হবে। চিকিৎসার প্যাকেজএর ক্ষেত্রেও ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। আগে জানিয়ে গেলে হোটেল রেস্টহাউজে থাকার ক্ষেত্রেও ছাড়ের ব্যবস্থা করবে পিয়ারলেস হাসপাতাল কতৃপক্ষ। শনিবার আগরতলা প্রেস ক্লাব ও পিয়ারলেস হাসপাতাল এবং বি কে রায় রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ক্যান্সার সচেতনতা শিবির।সাংবাদিক ও তাদের পরিবারের চিকিৎসার জন্য মৌ স্বাক্ষর করা হয়েছে।
এদিন বেলা ১২ টা নাগাদ আগরতলা প্রেস ক্লাবের ত্রিতল হলে অনুষ্ঠানের সূচনা করেন পিয়ারলেস হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র পাই। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও পিয়ারলেস হাসপাতালের মার্কেটিং বিভাগের এসিট্যান্ট জেনেরাল ম্যানেজার অনুপ ভক্ত।
এদিনের অনুষ্ঠানে ক্যান্সার সচেতনতা বিষায়ক আলোচনা করেন কলকাতার পিয়ারলেস হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শৌভনিক শতপতি, ডাঃ অভিষেক দত্ত ও ডাঃ প্রগতি সিংহল। আলোচনা শেষে এই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা প্রয়োজনে বিনামূল্যে রোগীদের পরামর্শও দিয়েছেন।আগরতলা প্রেসক্লাবে হওয়া এদিনের ক্যান্সার সচেতনতা শিবিরে ৬৭ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক অংশ নিয়েছেন।