সিট্যু ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে ৮ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ২ নভেম্বর : সিট্যু ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে ৮ দফা দাবির ভিত্তিতে ঊনকোটি জেলার জেলাশাসকের কাছে  ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার। এদিন ডেপুটেশনে নেতৃত্ব দিয়েছেন সিপিএম সিট্যু জেলা কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব , সিপিআইএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরি ,কৃপাশ শব্দকর থেকে শুরু করে আরও অনেকে ।

এই ৮ দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো অতিসত্বর কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালের জেনেরিক মেডিসিন কাউন্টারটি চালু করতে হবে। এই ডেপুটেশন প্রদান করা দাবিগুলির সাথে  সহমত পোষণ করেছেন ঊনকোটি জেলার জেলাশাসক রাজিব দত্ত। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে তিনি জানিয়েছেন।