নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর : ফের জন দুর্ঘটনায় মৃত্যু এক তরতাজা যুবকের। ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার অন্তর্গত বামুটিয়া ব্লকের সামনে বুধবার রাত আনুমানিক ১০ টা নাগাদ। ঘাতক গাড়িকে চিহ্নিত করে খুনিকে শাস্তির দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের প্রতিশ্রুতির দাবিতে দফায় দফায় পথ অবরোধে করেছে স্থানীয় জনগণ এবং মৃত যুবকের বন্ধু বান্ধবরা।
ঘটনার বিরবনে প্রকাশ, জানা যায় বুধবার রাত আনুমানিক দশটা নাগাদ বামুটিয়া ব্লকের সামনে অধীর সরকার(৩০) এক যুবক তার এক বন্ধুর সঙ্গে হাঁটছিলেন। তখনই পিছন থেকে কালো রঙের একটি থার গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় ওদেরকে। সঙ্গে সঙ্গে অধীর লুটিয়ে পড়ে মাটিতে।
তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় আগরতলার একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয়েছে জিবি হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে অধীর।
মৃতদেহ বাড়িত আসতেই জনঢল নেমে পড়ে অধীরের বাড়িতে। তখন অধীরের বন্ধুবান্ধব চেনা পরিচিত এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে সেই গাড়িটিকে চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে তেবাড়িয়া এলাকায় পথ অবরোধ করে।
এতে স্থানীয় প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেফতার করা হবে। তবে প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ মুক্ত হয়। সবাই মিলে অধীরের শেষ কার্য করতে শ্মশানে যান। ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এখন দেখার এয়ারপোর্ট থানা দেওয়া প্রতিশ্রুতিতে কবে নাগাদ সেই ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।