নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর : প্যালেস্টাইনের গাজার বিরুদ্ধে বর্বর আক্রমনের প্রতিবাদে রাজধানী আগরতলায় সরব হল সিআইটিইউ। এদিন শ্রমিক ফ্রন্ট, কৃষাণ ফ্রন্ট, এবং সিট্যুর কর্মীদের উপস্থিতিতে এক জমায়েত , মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, শঙ্কর প্রসাদ দত্ত সহ নারী নেতৃত্বরা।
এদিন সিআইটিইউ রাজ্য কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত হয়েছে এক পথসভা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর প্রসাদ দত্ত তীব্র ভাষায় ভারত সরকারকে আক্রমন করেছেন। তিনি বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থনে প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের উপর আক্রমন চালাচ্ছে ইজরায়েল। নিহত ও আহতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। শান্তির লক্ষ্যে ভারত সরকার কোনো কিছুই বলছে না। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন। এর বিরুদ্ধে ভারত সরকার শান্তির পক্ষে সোচ্চার হোক, দাবি করেছেন সি আই টি ইউ নেতৃত্ব।