BRAKING NEWS

“স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ অপারেশন পদক পুরস্কার ২০২৩” পাচ্ছেন রাজ্যের দুই পুলিশ কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবরঃ

“স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ অপারেশন পদক পুরস্কার ২০২৩” পাচ্ছেন ত্রিপুরার দুই পুলিশ কর্মী। তাদের নাম যথাক্রমে নন্দন দাস(ইন্সপেক্টর), এইচ ডারলং( সাব-ইন্সপেক্টর)।

গত ২রা এপ্রিল ২০২২ সালে এক বিশেষ অপারেশনের জন্য দুই পুলিশকর্মীকে এই পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

এই বিবৃতিতে রয়েছে অন্যান্য রাজ্যের পুরস্কারপ্রাপক পুলিশকর্মীদের নামও। এই বিশেষ পুরস্কার পাচ্ছেন বিভিন্ন রাজ্য থেকে ৫১ জন সিআরপিএফ জওয়ান, ৯ জন এনআইএ, ১৪ জন এনসিবি। এছাড়াও ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, আসাম, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড থেকে পুলিশ কর্মীদের এই বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *