BRAKING NEWS

মধ্যপ্রদেশের রাজগড় জেলায় নাবালিকাকে ধর্ষণকারী অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড


রাজগড়, ৩১ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় ধর্ষণকারী অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিওরার প্রথম অতিরিক্ত দায়রা জজ আর কে জৈনের আদালত মঙ্গলবার এই শাস্তির রায় ঘোষণা করেছে। আদালত রায়ে নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানার শাস্তিও দিয়েছে আদালত।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দীনেশ সাহু, মামলায় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ২০২২ সালের ৩০ ডিসেম্বর ১৬ বছর বয়সী একটি মেয়ে করণভাস থানায় অভিযোগ দায়ের জানিয়েছিলেন যে তিনি কুয়োতে জল ভরতে গিয়েছিলেন। ফেরার পথে দেবলখেদা গ্রামের বাসিন্দা জিতেন্দ্র তাঁকে জোর করে ধরে নিয়ে একটি খালি বাড়িতে নিয়ে যায়। তারপর তার ধর্ষণ করা হয়।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬(৩), ৩/৪ পকসো আইনের অধীনে মামলা নথিভুক্ত করেছে। আদালত মঙ্গলবার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত জিতেন্দ্র মালভিয়াকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *